আলকারাজকে হারিয়ে সিনারের উইম্বলডন জয়

Kommentare · 23 Ansichten

ইম্বলডন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সময়ের সেরা দুই তারকা। স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ টানা দুটি শিরোপা জ??

ইম্বলডন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সময়ের সেরা দুই তারকা। স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ টানা দুটি শিরোপা জয়ের পর এটি ছিল তার তৃতীয় ফাইনাল। অন্যদিকে শীর্ষ বাছাই ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার প্রথম উইম্বলডন জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামেন।

গতকাল (১৩ জুলাই) রাতে কার্লোস আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সাড়ে পাঁচ ঘণ্টার ম্যাচে পাঁচ সেটের লড়াইয়ে ইয়ানিককে হারিয়েছিলেন আলকারাজ। তবে এবার আর কোন বিপত্তি ঘটতে দেননি ইতালিয়ান তারকা। ঐতিহাসিক সেই ফাইনালের প্রতিশোধও নিয়ে নিলেন।

উইম্বলডন ফাইনালেও প্রথম সেট জিতে দারুণ এক শুরু করেন আলকারাজ। সিনারের একের পর এক ‘আনফোর্সড এরর’ এর সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন এই স্প্যানিশ তারকা। কিন্তু শীর্ষ বাছাই ইয়ানিক এবার ঘুড়ে দাঁড়ান। পরের তিন সেটে ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিলেন তিনি। এ ছাড়া প্রথমবার উইম্বলডন এককে শিরোপা জিতলেন কোনো ইতালিয়ান।

টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিলেন আলকারাজ। সিনারের সঙ্গে আগের ১২ বারের দেখায় ৮ বার জয় পেয়েছিলেন দ্বিতীয় এই শীর্ষ বাছাই। সর্বশেষ ৫ ম্যাচের সবগুলোতেই জিতেছিলেন তিনি। কিন্তু এবার আর জয়ের ধারাটা ধরে রাখতে পারলেন না।

অন্যদিকে টানা চার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে তিনটি শিরোপার দেখা পেয়েছেন সিনার। একমাত্র হারটি ছিল আলকারাজের বিপক্ষে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। এবার উইম্বলডন জয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পেলেন সিনার।

ম্যাচ শেষে প্রতিপক্ষ আলকারাজকে নিয়ে সিনার বলেন, ‘দারুণ একটি টুর্নামেন্ট। খেলোয়াড় হিসেবে তুমি যেমন, তোমার বিপক্ষে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার জিততে পারবে, আগেও দুইবার জিতেছো।’

টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ হাতছাড়া করে আলকারাজ বলেন, ‘হেরে যাওয়াট সব সময়ই কঠিন। কিন্তু সবার আগে সিনারকে ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ খেলেছে সে, এটা তারই প্রাপ্য। সামনের দিনগুলোতেও অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা হবে।’

Kommentare