ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো

Comments · 10 Views

বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন পোভা সিরিজ বাংলাদেশে আনতে যাচ্ছে, যা এরই মধ্যে বিশ্বব্য?

বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন পোভা সিরিজ বাংলাদেশে আনতে যাচ্ছে, যা এরই মধ্যে বিশ্বব্যাপী প্রশংসিত। নতুন সিরিজটি উন্নতমানের পারফরম্যান্স, অত্যাধুনিক ফিচার এবং গেম-চেঞ্জিং প্রযুক্তি নিয়ে এসেছে।

Advertisement

পোভা সিরিজ ডিজাইনের জন্য নিউইয়র্ক প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ডেন অ্যাওয়ার্ড এবং লন্ডন ডিজাইন অ্যাওয়ার্ডসে প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতেছে। সিরিজের একটি মডেলকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

নতুন পোভা সিরিজ দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, হাই পারফরম্যান্স এবং আধুনিক ডিজাইন সরবরাহ করবে। বাংলাদেশের ৫জি যুগের সূচনায় রবি আজিয়াটা ও গ্রামীণফোনের বাণিজ্যিক ৫জি সেবার সঙ্গে পুরো সিরিজটি সামঞ্জস্যপূর্ণ এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত। দিও আনুষ্ঠানিক লঞ্চ ডেট এখনো প্রকাশ করা হয়নি, তবে শিগগির পুরো লাইনআপের বিস্তারিত ঘোষণা আসার প্রত্যাশা করা হচ্ছে। 

Comments