দেশে হত্যাযজ্ঞ, বিদেশে মব: কোন পথে নিষিদ্ধ আ.লীগ

Komentar · 47 Tampilan

জুলাই গণঅভ্যুত্থানকালে প্রায় দেড় হাজার মানুষ হত্যার অভিযোগ কাঁধে নিয়ে গত বছরের ৫ আগস্ট দেশছাড়া হয়েছে আওয়ামী

জুলাই গণঅভ্যুত্থানকালে প্রায় দেড় হাজার মানুষ হত্যার অভিযোগ কাঁধে নিয়ে গত বছরের ৫ আগস্ট দেশছাড়া হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা।

বিদেশে পালানোর পর কিছুদিন ঘাপটি মেরে থাকলেও আস্তে আস্তে প্রকাশ্যে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুধু প্রকাশ্যেই আসতে থাকেননি, তারা বিদেশেও আচরণ করতে থাকেন ‘আওয়ামী মহিমায়’। জুলাই অভ্যুত্থানের সংগঠক থেকে শুরু করে সরকারের উপদেষ্টাদের টার্গেট করতে থাকেন অনলাইনে-অফলাইনে।

 

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে পৃথকভাবে দুই উপদেষ্টা আসিফ নজরুল ও মাহফুজ আলমকে টার্গেট করে হেনস্তা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সবশেষ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাদের হাতে আক্রান্ত হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আখতার হোসেন। ‘মব’ তৈরি করে ডিম নিক্ষেপ করা হয়েছে আখতারকে। এসময় অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় এনসিপির আরেক নেত্রী ডা. তাসনিম জারাকেও। রেহাই পাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এই প্রেক্ষাপটে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আসলে কোন পথে হাঁটছে! একদিকে দেশের মাটিতে জুলাই গণহত্যার জন্য তাদের নেত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী-এমপিদের বিচার চলছে। হত্যাযজ্ঞ, সহিংসতা, উসকানিসহ নানা কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে চলছে দলটির বিচারেরও আলাপ। অন্যদিকে বিদেশের মাটিতে দেশের উপদেষ্টা থেকে শুরু করে রাজনীতিকদের তারা আক্রমণ করছে সংঘবদ্ধভাবে। জুলাই গণহত্যার জন্য কোনো ধরনের অপরাধবোধ বা অনুশোচনার বদলে এই সহিংস ‍রূপে আবির্ভূত হয়ে আওয়ামী লীগ দেশের জনগণের কাছে নিজেদের আরও নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে কি না, সেই প্রশ্ন উঠছে নানা মহলে। বিদেশে নিরাপদে থাকা আওয়ামী লীগের লোকদের আচরণে দেশে থাকা দলটির লোকজন নিরাপত্তা শঙ্কায় ভোগেন কি না, তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শত শত আন্দোলনকারীকে হত্যার পরও এ নিয়ে অনুশোচনা বা অপরাধবোধ না থাকা বিস্ময়কর। যুক্তরাষ্ট্রে আশ্রিত হয়ে আবার যুক্তরাষ্ট্রেরই বিরুদ্ধে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে অভিযুক্ত করা হাস্যকর। তবে বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ আগ্রাসী আচরণ সরকারের উপদেষ্টা ও রাজনীতিকদের নাজেহাল করলেও এতে দলটিরই ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হচ্ছে বাংলাদেশেরও বদনাম।

Komentar