নেপালে জেনজি বিক্ষোভে কেমন ছিল সাংবাদিকদের ভূমিকা

Reacties · 50 Uitzichten

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি প্রতিবাদে সাংবাদিকদের জন্য ব্যক্তিগত গল্পে পরিণত হয়েছে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি প্রতিবাদে সাংবাদিকদের জন্য ব্যক্তিগত গল্পে পরিণত হয়েছে। কিছু সাংবাদিক প্রতিবাদের সময় হামলার শিকারও হয়েছেন।

সুনীতা কার্কি, আন্নাপূর্ণা পোস্টে কর্মরত সাংবাদিক, ৮ সেপ্টেম্বর একটি হোটেলের ওয়ার্কশপে ছিলেন। হোটেলের জানালা দিয়ে প্রথম প্রতিবাদ দেখেছেন। 

ফোনে কারফিউ সতর্কবার্তা আসছিল, মানবাধিকার সংগঠনের একটি যানবাহন জ্বলে যাচ্ছে, আহত বন্ধুদের মোটরবাইকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল কিশোররা, আর পুলিশ হাতে হাত তুলে কিশোরকে পেটাচ্ছিল।

Reacties