শরতেও ফুটেছে বাসন্তীলতার ফুল

Mga komento · 43 Mga view

ভাদ্রে রমনায় ফোটা ক্যাট’স ক্ল বা বাসন্তীলতার ফুলছবি: লেখক
শারদ সকালের কোমল রোদটা পড়েছে এক ঝোপ লতানো গাছের সব

ফলো করুন

ভাদ্রে রমনায় ফোটা ক্যাট’স ক্ল বা বাসন্তীলতার ফুল

 

ভাদ্রে রমনায় ফোটা ক্যাট’স ক্ল বা বাসন্তীলতার ফুলছবি: লেখক

শারদ সকালের কোমল রোদটা পড়েছে এক ঝোপ লতানো গাছের সবুজ পাতার ওপরে। পাতাগুলোর গাঢ় সবুজ রং তাতে চিকচিক করছে। সেসব পাতার ঝোপের মাঝে মাঝে ফুটে রয়েছে ফানেল আকৃতির কয়েকটা উজ্জ্বল হলুদ ফুল। রমনা উদ্যানের এই একটিমাত্র স্থানেই এ গাছের দেখা পেলাম। লতানো সে গাছ একটা লোহার খিলানের ওপর জেঁকে বসেছে, উদ্‌ভ্রান্ত ডালপালাগুলোকে সেই খিলানটা শাসন করে ধরে রেখেছে। গাছটার ইংরেজি নাম ক্যাট’স ক্ল ভাইন, বাংলা নাম বাসন্তীলতা।

 

রমনায় যে গাছটি আছে, তা জানতে পেরেছিলাম সৌরভ মাহমুদের শ্যামলী রমনা বইটি থেকে। সে বইটিতে রমনা উদ্যানের ২৮টি লতানো গাছের উল্লেখ রয়েছে। সে তালিকায় রয়েছে ক্যাট’স ক্ল ক্রিপার গাছটি। তিনি একে শরতের ফুল হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। রমনায় যে এ গাছ আছে, তা তিনি লিখেছেন, সঙ্গে ছবিও দিয়েছেন। কিন্তু গাছটি ঠিক কোথায়, সেটি নিশ্চিত করতে অনেক দিন কেটে গেছে। ফুল-ফলবিহীন শুধু গাছ বা পাতা দেখে কেবল অভিজ্ঞজনেরাই বুঝতে পারেন। যে গাছ কখনো চোখে দেখা হয়নি, তাকে শুধু ছাপানো ছবির ওপর নির্ভর করে সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত মুশকিল

Mga komento