ইসরাইলকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা

Mga komento · 39 Mga view

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর কয়েকদিনের মধ্যে পদক্ষেপ নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফ

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর কয়েকদিনের মধ্যে পদক্ষেপ নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সব ধরনের আন্তর্জাতিক এবং ক্লাব প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে তারা। কিন্তু গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রায় দুই বছর হতে চললেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি। তবে সদস্য দেশগুলোর চাপে অবশেষে ইসরাইলকে ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধ করার কথা ভাবছে তারা।

Advertisement

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইসরাইলকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রস্তাবে ভোট আয়োজনের পথে হাঁটছে উয়েফা।

তাদের প্রতিবেদনে বলা হয়, উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশিরভাগই ইসরাইলকে নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে পারেন। সেই সিদ্ধান্ত হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ইসরাইল জাতীয় দল ও তাদের বিভিন্ন ক্লাব।

Mga komento