যুক্তরাষ্ট্রের শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে চীনের কোন অঞ্চলে?

Комментарии · 47 Просмотры

চীনের ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের প্রথম আট মাসে চীনের যুক্ত?

চীনের ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের প্রথম আট মাসে চীনের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি বছর বেসিসে-এ ১৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই শুল্ক সব চীনা অঞ্চলে সমানভাবে প্রভাব ফেলছে না। দেশটির ৩০টিরও বেশি প্রদেশ-স্তরের অঞ্চলগুলোর মধ্যে মার্কিন বাজারের ওপর নির্ভরতা ও রপ্তানির প্রভাব ভিন্ন ভিন্ন।

Advertisement

যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি নির্ভরশীল অঞ্চলগুলো

পূর্ব উপকূলীয় চীনা প্রদেশগুলো মার্কিন বাজারে রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে। গুয়াংডং, ঝেজিয়াং, জিয়াংসু, সাংহাই, শানডং ও ফুজিয়ান প্রদেশগুলো এক সঙ্গে ২০২৫ সালের প্রথম সাত মাসে চীনের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানির প্রায় ৮০ শতাংশ অবদান রেখেছে।

মধ্য ও পশ্চিম চীনের কিছু স্থলভাগের প্রদেশ, যেমন- সিচুয়ান, আনহুই, হুবেই, হেনান ও চংকিং, মিলিতভাবে প্রায় ১০.৮ শতাংশ মার্কিন বাজারে রপ্তানি করেছে।

Комментарии