সোনম ওয়াংচুক গ্রেফতার, উত্তেজনার কেন্দ্র লাদাখ

Mga komento · 42 Mga view

লাদাখের অশান্তি নতুন মোড় নিল, শুক্রবার যখন প্রকৌশলী সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল। পুলিশ প্রশাসন জা?

লাদাখের অশান্তি নতুন মোড় নিল, শুক্রবার যখন প্রকৌশলী সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল। পুলিশ প্রশাসন জানিয়েছে. জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। কয়েকদিন আগেই লেহ শহরে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে দাবি তুলেছিল। সংবিধানের ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তি এবং পূর্ণ রাজ্যের মর্যাদা বিক্ষোভ চলাকালে আগুন লেগেছিল বিজেপি দপ্তরে। পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল প্রাণ হারিয়েছিলেন পাঁচজন। আহত হয়েছিলেন আরও অনেকে এরই প্রেক্ষিতে এই পদক্ষেপ।

Advertisement

সরকারি সূত্র বলছে ওয়াংচুকের বক্তৃতা প্ররোচনামূলক ছিল। তার মন্তব্যে তরুণরা আরও ক্ষুব্ধ হয়েছিল। সরকারের দাবি এর ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর আগে বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে তার প্রতিষ্ঠিত সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের নিবন্ধন বাতিল করা হয়। সিবিআইও তদন্ত শুরু করে অভিযোগ ওঠে অবৈধভাবে অনুদান নেওয়া হয়েছে

বিজেপির দাবি, কংগ্রেস নেতারাও এই আন্দোলনে উসকানি দিয়েছেন। তাদের মতে বিরোধীরা সুযোগ নিয়েছে। স্থানীয় ক্ষোভকে কাজে লাগিয়ে আন্দোলনকে হিংসায় রূপ দিয়েছে। পাল্টা কংগ্রেস বলছে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। রাজ্যত্ব ও সংরক্ষণের প্রতিশ্রুতি কেবল কাগজেই রয়ে গেছে বাস্তবে হয়নি। কংগ্রেসের ভাষায় এ কারণে হতাশ তরুণ প্রজন্ম ক্ষোভ প্রকাশে রাস্তায় নেমেছে। বিরোধীরা স্পষ্ট বলেছে সরকারের দমননীতি সমস্যার সমাধান করবে না

Mga komento