চেলসিতে ফিরে মরিনিও বললেন, কেউ চারটি লিগ না জেতা পর্যন্ত আমিই সেরা

نظرات · 28 بازدیدها

পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ইউরোপের শীর্ষ ৫ লিগে যাত্রাটা চেলসিকে দিয়েই শুরু করেছিলেন জোসে মরিনিও।

চেলসিতে ফিরে সংবাদ সম্মেলনে মরিনিওএএফপি

পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ইউরোপের শীর্ষ ৫ লিগে যাত্রাটা চেলসিকে দিয়েই শুরু করেছিলেন জোসে মরিনিও। তাঁর হাত ধরে দুই মেয়াদে রেকর্ড তিনটি প্রিমিয়ার লিগ জিতেছিল চেলসি, ক্লাবের ইতিহাসে যা কোনো কোচের সর্বোচ্চ লিগ জয়।

 

সম্প্রতি আবার চেলসিতেই ফিরছেন মরিনিও। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ হিসেবে নয়, মরিনিও এবার স্টামফোর্ড ব্রিজে ফিরলেন বেনফিকার কোচ হয়ে। চ্যাম্পিয়নস লিগে আজ বাংলাদেশ সময় রাত একটায় চেলসির মুখোমুখি হবে বেনফিকা।

 

 

 

এই ম্যাচ সামনে রেখে মরিনিও দাবি করেছেন, তিনি এখনো চেলসির ইতিহাসে সেরা কোচ। এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরার ম্যাচে দর্শকেরা তাঁকে ‘জুডাস’ (বিশ্বাসঘাতক অর্থে) বলে কটাক্ষ করেছিলেন, জবাবে তিনি বলেছিলেন, ‘জুডাস এখনো নাম্বার ওয়ান।’

نظرات