জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর ইস্যু সামনে এনেছে জামায়াত’

Bình luận · 39 Lượt xem

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বল??

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগ ও কোতোয়ালির এলাকায় পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ীদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণকালে তিনি এ কথা বলেন।

 

 

নেওয়াজ আলী বলেন, বাংলাদেশ এখন যুগসন্ধিক্ষণে। কেউ কেউ প্রচার করছেন আবার কেউ কেউ ওয়াদা করছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাড়িয়েছিলেন। 

 

এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্র করে পাহাড়কে অশান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত সহিংসতা চালাবে। পাহাড়ে শুরু হয়েছে পুরোনা খেলা। এই চট্টগ্রাম পাহাড়ে ভারতীয় পতাকা উড়ত বহুবছর আগে থেকে। কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদের পাহাড়ে পুনর্বাসন করে জনসংখ্যার মধ্যে একটা সমতা এনেছিলেন। তার জন্য তারা এখন ভারতের পক্ষ স্বাধীনতা ঘোষণা করতে পারছে না।

Bình luận