সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই’

commentaires · 50 Vues

বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ব

বুধবার (১ অক্টোবর) রাজধানীর লালবাগে রাতে চৌধুরী বাজার শ্রী শ্রী কালী মন্দির দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

 

মীর নেওয়াজ আলী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। তাই সংখ্যালঘু বলে কিছু নেই। যদি সংবিধান আপনাকে সমান অধিকার দেয়, তাহলে সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক। এটা হতে পারে না। আমাদের সবাইকে এটি মাথায় রাখতে হবে। 

 

তিনি বলেন, আগামীর বাংলাদেশে আমরা সবাই সমানভাবে আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করবো। ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালন করব, এটাই আমার অঙ্গীকার। বিভিন্ন ধর্মের উৎসবে সবাই যেন অংশ নিতে পারি, সেই চর্চা গড়ে তুলতে হবে। অতীতের ভুলত্রুটি নিয়ে মাথা ঘামানোর চেয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দিকে মনোযোগী হতে হবে। 

 

 

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহামেডান ক্লাবের সাবেক ফুটবলার কায়সার হামিদ, লালবাগ থানা পুজা কমিটি সভাপতি রাজ কুমার, লালবাগ থানা ২৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইজু, লালবাগ থানা বিএনপির ২৩ নং ওয়ার্ডের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, লালবাগ থানা তাঁতী দলের আহ্বা

commentaires