সুশান্তের পর এবার টার্গেট কার্তিক আরিয়ান!

Mga komento · 25 Mga view

বলিউডে ফের নেপোটিজম ও ক্ষমতার লড়াই নিয়ে সরব হলেন সংগীত পরিচালক অমল মালিক। তার অভিযোগ, প্রয়াত অভিনেতা সুশা??

বলিউডে ফের নেপোটিজম ও ক্ষমতার লড়াই নিয়ে সরব হলেন সংগীত পরিচালক অমল মালিক। তার অভিযোগ, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো এবার কার্তিক আরিয়ানকে বলিউড থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অমল মালিক বলেন, কার্তিককে বলিউড থেকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছেন কিছু প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক। বলিউডের অন্ধকার দিক এখন অনেকটাই মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই ইন্ডাস্ট্রি এতটাই নির্মম যে, একজন মানুষের জীবনও এখানে সুরক্ষিত নয়। সুশান্ত সেই অন্ধকার সামাল দিতে পারেননি। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন তাকে হত্যা করা হয়েছে। যেটাই হোক—মানুষটা তো আর নেই।

সুশান্তের প্রসঙ্গ টেনে অমল বলেন, তাকে নিয়ে বলিউডের বড় প্রযোজকরা বলেছিলেন, ‘এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে।’ মানসিকভাবে দুর্বল করে তোলা হয়েছিল তাকে।

কার্তিক প্রসঙ্গে তিনি বলেন, ওও তো বাইরের ছেলে। নিজের চেষ্টা ও প্রতিভায় জায়গা করে নিয়েছে। অনেক সফল ছবি উপহার দিয়েছে। তাই ওকেও সরিয়ে দেয়ার পরিকল্পনা চলছে। সবই ক্ষমতার খেলা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মরদেহ তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কথা জানালেও, তার মৃত্যুকে ঘিরে নানা জল্পনা এখনো রয়ে গেছে। মৃত্যুর আগে একাধিক সিনেমা থেকে বাদ পড়েন সুশান্ত। অভিযোগ আছে, বলিউডের একাংশ তাকে বয়কট করেছিল।

Mga komento