মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ

Komentar · 13 Tampilan

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর শ্রমিক দল। সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও চৌকস নেতৃত্ব এবং বিএনপির গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

আজ সোমবার দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশ ও বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিক দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেত হন। এতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও যোগ দেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারের নির্লিপ্ততা স্পষ্ট। এই পরিস্থিতির অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বিএনপিকে লক্ষ্য করে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘শুধু তা–ই নয়, কয়েক হাজার মাইল দূরে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমানের চৌকস নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তও হচ্ছে। কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বিএনপি এ দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। গত ১৬ বছর বিএনপি ধারাবাহিকভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অসংখ্য নেতা-কর্মী জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছেন। জীবন দিয়েছেন এই দলের অনেক নেতা-কর্মী। সেই দলকে আজ যারা বিতর্কিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না।’

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমেদ বলেন, মূলত নির্বাচনকে প্রলম্বিত করতে এবং গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার উদ্দেশ্যেই বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। কিন্তু দেশের বৃহৎ গণতান্ত্রিক শক্তি বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত কখনো সফল হয়নি, এবারও হবে না।

Komentar