এক সেঞ্চুরিতে তিন কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ রুটের

Reacties · 19 Uitzichten

তিনি এখন তালিকায় পাঁচ নম্বরে। তবে পাঁচ থেকে জো রুট দুইয়ে চলে যাবেন খুব শিগগির, এতে কোনো সন্দেহ নেই। কোন তালিকা??

তিনি এখন তালিকায় পাঁচ নম্বরে। তবে পাঁচ থেকে জো রুট দুইয়ে চলে যাবেন খুব শিগগির, এতে কোনো সন্দেহ নেই। কোন তালিকার কথা বলা হচ্ছে, সেটা হয়তো সবাই বুঝে গেছেন। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা।১৩২৫৯ রান নিয়ে এই তালিকায় আপাতত পাঁচ নম্বরে থাকা রুটের সামনে আছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯), রিকি পন্টিং (১৩,৩৭৮) ও শচীন টেন্ডুলকার (১৫,৯২১)। বুঝতেই পারছেন দ্রাবিড়, ক্যালিস ও পন্টিং একেবারে রুটের হাতের নাগালেই আছেন।

২৩ জুলাই বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্টেই একলাফে এই তিনজনকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে চলে যেতে পারেন রুট। দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়াতে রুটের দরকার মাত্র ৩১ রান। দ্বিতীয় স্থানে থাকা পন্টিংকে ছাড়িয়ে যেতে লাগবে ১২০ রান।

রুটের বর্তমান ফর্ম আর ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর রেকর্ড—দুটোই বলছে, এই মাইলফলক তাঁর হাতের নাগালেই। ইংল্যান্ডের এই মাঠে রুট খেলেছেন ১১টি টেস্ট, করেছেন ৯৭৮ রান, গড় ৬৫.২০। সেঞ্চুরি করেছেন একটি, ফিফটি সাতটি।
ভারতের বিপক্ষে লর্ডসে সর্বশেষ টেস্টের প্রথম ইনিংসে রুট করেছেন ১০৪, দ্বিতীয় ইনিংসে আরও ৪০ রান। ইংল্যান্ডের ২২ রানের জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। লর্ডসে জিতে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।

লর্ডসের ওই সেঞ্চুরিটি ছিল রুটের টেস্ট ক্যারিয়ারের ৩৭তম। সেঞ্চুরি সংখ্যায় তিনি টপকে গেছেন রাহুল দ্রাবিড়কে, উঠে এসেছেন টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকার পঞ্চম স্থানে। শুধু তা–ই নয়, ওই টেস্টেই আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন রুট—শুধু ৪ নম্বর পজিশনে ব্যাটিংয়ে তাঁর রান ৮ হাজার পেরিয়েছে। টেস্ট ইতিহাসে এই কৃতিত্ব আছে মাত্র আরও তিনজনের—শচীন টেন্ডুলকার (১৩,৪৯২), মাহেলা জয়াবর্ধনে (৯,৫০৯) ও জ্যাক ক্যালিস (৯,০৩৩)।

তবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকারকে পেরিয়ে যেতে রুটকে করতে হবে আরও ২,৬৬৩ রান। ৩৪ বছর বয়সী রুটের জন্য সেটাও কি অসম্ভব কিছু!

টেস্টে সবচেয়ে বেশি রান

খেলোয়াড়দেশম্যাচইনিংসরানগড়সেঞ্চুরিহাফ সেঞ্চুরি
শচীন টেন্ডুলকারভারত২০০৩২৯১৫৯২১৫৩.৭৮৫১৬৮
রিকি পন্টিংঅস্ট্রেলিয়া১৬৮২৮৭১৩৩৭৮৫১.৮৫৪১৬২
জ্যাক ক্যালিসদক্ষিণ আফ্রিকা১৬৬২৮০১৩২৮৯৫৫.৩৭৪৫৫৮
রাহুল দ্রাবিড়ভারত১৬৪২৮৬১৩২৮৮৫২.৩১৩৬৬৩
জো রুটইংল্যান্ড১৫৬২৮৫১৩২৫৯৫০.৮০৩৭৬৬
        
        

* শীর্ষ ৫ ব্যাটসম্যান

Reacties