মাইলস্টোন ট্র্যাজেডি: শোক বার্তা পাঠাল বার্সেলোনা

Kommentarer · 18 Visningar

রাজধানীর দিয়াবাড়িতে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে সোমবার (২১ জুলাই)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদ??

রাজধানীর দিয়াবাড়িতে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে সোমবার (২১ জুলাই)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

ঢাকা থেকে বার্সেলোনা শহরের দূরত্ব ৮ হাজার কিলোমিটারেরও বেশি। তবে এত দূর থেকেও ঢাকার মানুষের আর্তনাদ তারা অনুভব করছে। তাইতো মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছে এফসি বার্সেলোনা।

এই ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাবটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বার্সেলোনার সমর্থকদের অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’-কে।
 
চিঠিটি বুধবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড মেম্বার এবং সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ। 

Kommentarer