বর্ষায় ত্বকের যত্নে কার্যকরী ৩ ঘরোয় উপায়

コメント · 7 ビュー

বর্ষাকাল মানেই বৃষ্টিভেজা দিন। আর বৃষ্টি ভেজা দিন মানেই বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করা। এমন পরিবেশে

ত্বকের এ যত্ন নেয়ার জন্য পয়সা খরচ করে পার্লারে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বর্ষায় সেরে নিতে পারেন ত্বকের যত্নে সেরা যত্ন। ভারতীয় সংবাদম মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে সে উপায়গুলো আসুন একে একে জেনে নিই-

 

 

বর্ষায় ত্বকের যত্নে করণীয়

 

১। এক্সফোলিয়েট করুন: বর্ষা ঋতুতে কখনো রোদ কখনো বৃষ্টি। এ আবহাওয়ায় ত্বকের এক্সফোলিয়েশন অত্যন্ত জরুরি। এ পদ্ধতিতে ত্বকের মৃত কোষগুলো উঠে গিয়ে ত্বকের ছিদ্র পরিষ্কার হবে।

 

কফি, চিনি, ওটসের গুঁড়ো ব্যবহার করে ঘরোয়া উপায়ে বাড়িতেই ত্বকের পরিচর্যায় এক্সফোলিয়েট করে ফেলতে পারেন।

 

২। ত্বক পরিষ্কার রাখুন: বর্ষাকালে সংক্রমণ জাতীয় সমস্যা বা অ্যালার্জি থেকে বাঁচতে ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এরজন্য বার বার পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করতে পারেন।

 

মনে রাখবেন, বারবার মুখ ধোয়ার অভ্যাসে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই পানি ছাড়াও গোলাপজল, লেবুর রস, অ্যালোভেরা জেল দিয়ে ত্বক পরিষ্কার রাখুন।

 

৩। টোনার ব্যবহার করুন: ত্বক ভালো রাখার জন্য টোনারের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন ত্বকের যত্নের রুটিনে টোনিং রাখাটা জরুরি। ত্বকের ছিদ্রগুলো পরিষ্কার করে ব্রণের সমস্যা কমায় টোনিং।

コメント