যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনা হবে: বাণিজ্য সচিব

Kommentare · 21 Ansichten

যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ২৫টি বোয়িং এয়ারক্রাফ্ট কেনার কথা জানিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।

 

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

বাণিজ্য সচিব মি. রহমান জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

 

তিনি বলেন, “বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি”।

 

তিনি জানান, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। এবং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে বলেও জানান তিনি।

 

বাণিজ্য সচিব মি. রহমান বলেন, “হয়তো আমরা দুয়েক বছরের মধ্যে কিছু পাবো। আমাদের বিমানের বহর বাড়াতে হবে। সেই পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন করে ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশ দিচ্ছি। আগে ১৪টা ছিল পরে সেটা ২৫টা করেছি”।

Kommentare