ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

コメント · 24 ビュー

ঢাকার মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিন জনকে

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার সংবাদ কর্মী আহমাদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হন।

 

মোহাম্মদপুর থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশের 'অসহযোগিতার' মুখোমুখি হন বলে ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন তিনি।

 

'মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা' শিরোনামে ওই পোস্টে মি. ওয়াদুদ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ভাইরাল হয় তার ওই পোস্ট। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় পাঁচ হাজার বার এটি শেয়ার হয়েছে। 

コメント