সাফের সেরা গোলরক্ষক মেঘলা

Bình luận · 18 Lượt xem

অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ।

তবে পয়েন্টে পিছিয়

অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ।  

তবে পয়েন্টে পিছিয়ে থাকায় শিরোপা উঠেছে শেষ ম্যাচে হারা ভারতের হাতেই।

এই আসরে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জন রয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেঘলার।

 

সাফের এবারের আসরের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের মেঘলা। অন্যদিকে ফেয়ারপ্লে পুরস্কার উঠেছে বাংলাদেশের হাতে।  

আসরে বাংলাদেশের পারফরমেন্স ধারাবাহিক ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে হার এবং ভুটানের বিপক্ষে এক ম্যাচে ড্র করায় শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।  

এই আসরকে নিজেদের লার্নিং ক্যাম্প বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কোচ লিটু। ইতোমধ্যে বাংলাদেশ সিনিয়র দল এবং অনূর্ধ্ব ২০ দল এশিয়ান কাপ নিশ্চিত করেছে।

এই আসরের অভিজ্ঞতা এশিয়া কাপে দল কাজে লাগাতে পারবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের কোচ লিটু।

ম্যাচের পর কোচ  লিটু বলেন, সর্বশেষ ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। কারণ ভুটানের সঙ্গে আমরা বাজেভাবে একটি পয়েন্ট হারিয়েছি। তবে মেয়েরা আজকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে এটা আমাদের জন্য একটি লার্নিং ক্যাম্প।

তিনি বলেন, এখান থেকে শিক্ষা নিয়েই আমরা সামনে এগোতে চাই। মূল লক্ষ্য এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। ওই প্রতিযোগিতার আগে আরও সময় পাবো, চেষ্টা করব দলকে আরও ঝালিয়ে নিতে। আমি খুশি, মেয়েরা আজ সর্বোচ্চ এফোর্ট দিয়েছে। খেলাটাও খুব কম্পিটিটিভ ছিল।  

Bình luận